প্যারোলে মুক্তি পেলেন না সালাম পিন্টু- গোপালপুরে বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে আদালত প্যারোলে মুক্তি দিলেও নিরাপত্তার অজুহাতে মায়ের জানাজায় শরিক হতে না দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানালেন গোপালপুর বিএনপি নেতৃবৃন্দ।

সোমবার সন্ধ্যায় গোপালপুর উপজেলা বিএনপি পৌরশহরের কাজীবাড়ী মেহগিনি বাগানে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, যুগ্ম সম্পাদক আবু ঈসা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন,উপজেলা বিএনপি সম্মানিত সদস্য রাহিম তালুকদার, ঢাকা মহানগর পশ্চিমের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপি সন্মানিত সদস্য মাসুদ তালুকদার,উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম,পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ মামুন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার উজ্জ্বল মিয়া,সাবেক কমিশনার ডঃশমসের,সেচ্ছাসেবক সভাপতি জাকির হোসেন প্রিন্স,হেলাল, যুবনেতা রবিন, মহির,বাবলু, প্রকৌশলি রেজাউল,তুহিন তরিজ, ছাত্রনেতা হিরা, রোমান, তুহিন প্রমুখ।

লিখিত অভিযোগে জানানো হয়,গত শনিবার রাতে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মা মোছা.সালমা বেগম (৯৫) ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন।গত রবিবার বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার সকালে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মায়ের জানাযায় অংশগ্রহনের সুবিধার্থে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে প্যারোলে মুক্তি দেয়ার কথা জানান। আব্দুস সালাম পিন্টু মায়ের জানাজায় উপস্থিত থাকবেন খবরে টাঙ্গাইল ছাড়াও আশপাশের কয়েক জেলার বিএনপি নেতাকর্মীরা গুলিপেচা মাঠে হাজির হন। জোহরের নামাজের পর জানাজা নামাজের কথা থাকলেও অনেক অপেক্ষার পর বিকেল ৫টায় সালাম পিন্টুর অনুপস্থিতিতেই জানাযা নামাজ হয়। সালাম পিন্টুর কনিষ্ঠ ভ্রাতা এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বক্তারা আরো অভিযোগ করেন সরকার এক্ষেত্রে হৃদয়হীন নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top