বিএনপি-জামায়াতকে শিক্ষা দিতে যুবলীগই যথেষ্ট: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অতীতে বিএনপি-জামায়াতের আন্দোলনকে যুবলীগের নেতাকর্মীরা যেভাবে প্রতিহত করেছিল আগামী দিনেও নৈরাজ্য সৃষ্টি করলে তাদের সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। এ দেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।

শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, জসিম উদ্দিন মাতুব্বর প্রমুখ।

মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশের জনগণের ওপর বিএনপির ভরসা নেই। এ কারণে তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে ধরনা ধরছে। যদি এ দেশের জনগণ বিএনপির সঙ্গে থাকত তাহলে খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতো না। তাদের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করে তাকে ছাড়িয়ে নিতেন।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top