ভারতের কর্নাটকে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিধানসভা ভোটের গণনা। রাজ্যের ৩৬টি গণনাকেন্দ্রে চলছে ইভিএম ভোট গোনার কাজ।
গত বুধবার এ রাজ্যের বিধানসভা নির্বাচনে মোট ৭৩.২ শতাংশ ভোট পড়েছিল। ২০১৮ সালেও ভোটের হার ছিল প্রায় একই।
গত আড়াই দশক ধরেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখে আসছে কর্নাটক। ক্ষমতাসীন বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডিএস-এর মধ্যে। এবার কী হবে, তা দিনের শেষেই স্পষ্ট হবে।
ভোট গণনায় প্রথমে এগিয়ে রয়েছে কংগ্রেস। নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে উচ্ছ্বাস প্রকাশ করছেন কংগ্রেস কর্মীরা।
তবু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি। বিজেপির মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম বলেছেন, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিন্তু আমরাই সরকার গড়ব।
গণনার শুরুতে কর্নাটকে কংগ্রেস এগিয়ে আছে ৬২ আসনে, বিাজেপি এগিয়ে ৬০টিতে এবং জেডিএস ১৮ আসনে।