১৫ কৃষকের ৪০ একর জমির পাকা ধান কেটে দিল কৃষক লীগ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষক লীগ। এরই অংশ হিসেবে সোমবার ফেনী জেলা কৃষক লীগের উদ্যোগে দাউদপুর উপজেলার লালপুর ইউনিয়নের কৃষক টিটু চন্দ্র দাসসহ মোট ১৫ কৃষকের ৪০ একর জমির পাকা ধান আধুনিক কৃষিযন্ত্র কমবাইন্ড হারভেস্টারের মাধ্যমে কেটে গোলায় তুলে দেওয়া কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

ফেনী জেলা কৃষক লীগের সভাপতি এবিএম সেলিম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম গিটারের তত্ত্বাবধানে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচি পালিত হয়।

কৃষক টিটু চন্দ্র দাস সহ মোট ১৫ জন কৃষকের ৪০ একর জমির পাকা ধান কাটা কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলার কৃষক সমাজকে ভালোবাসেন, এদেশের কৃষক সমাজ আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবেন।

ধান কাটা কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মজিবুর রহমান মিয়াজী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, জাতীয় কমিটির সদস্য কৃষ্ণ গোপাল পাল, কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক ও জাতীয় কমিটির সদস্য খোরশেদ আলম প্রমুখ।

কর্মসূচি শেষে ফেনী জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top