টাঙ্গাইলে এক ঈদগাহে এক যুগ ধরে ১৪৪ ধারা!

দুই গ্রামের বিরোধের কারণে টাঙ্গাইলের একটি ঈদগাহ মাঠে এক যুগ ধরে প্রতিবছর ১৪৪ ধারা জারি করে আসছে জেলা প্রশাসন। যথারীতি এবারও ভোজদত্ত ঈদগাহ মাঠে এ আদেশ জারি করা হয়েছে।বৃহস্পতিবার টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীন হায়দার এক পত্রে এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভোজদত্ত গ্রাম ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী বীরবাসিন্দা গ্রামের অবস্থান। এই দুই গ্রামের সীমানা সংলগ্ন ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে।“দুই গ্রামের বিরোধের কারণে ঈদুল ফিতরের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারার আদেশ জারি করা হলো।”

আদেশে ঈদগাহ মাঠের ৪০০ গজের মাধ্যে সব ধরনের সভা, সমাবেশ, শোভাযাত্রা, শ্লোগান, লাঠিসোটা বহন, মাহক্রোফোন ব্যবহার, পিকেটিং, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী জানান, ঈদগাহ মাঠ নিয়ে বিরোধের জেরে ২০১২ সালে এক ব্যক্তি খুন হন। এ কারণে ওই বছরের ২৬ নভেম্বর ঈদুল আজহার দিন থেকে প্রতি বছর উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি হয়ে আসছে; যা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।

“ফলে দুইশ বছরের পুরনো ওই মাঠে এক যুগ ধরে ঈদের নামাজ পড়তে পারছে না ওই দুই গ্রামসহ আশেপাশের সাত গ্রামের মানুষ।”

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top