এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদ!

এ বছর পবিত্র ঈদুল ফিতর কবে হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। ইতোমধ্যে ঈদ উদযাপনের লক্ষ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।

ধারণা করা হচ্ছে, এ বছর সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপন হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এমনটিই ঘোষণা করেছে, বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৯তম রোজার দিনে। সে হিসাবে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।

অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রেনোমিকাল সেন্টার (আইএসি) সোমবার জানায়, ‘বৃহস্পতিবার আরব ও মুসলিম বিশ্বের কোথাও খালি চোখে শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা নেই।’ আইএসির পক্ষ থেকে আরও বলা হয়, মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ আগামী শুক্রবার শাওয়াল মাস গণনা শুরু করবে। এর মানে বেশিরভাগ দেশেই একই দিনে অর্থাৎ শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী, চন্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে। শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের স্থানাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: খালেজ টাইমস, গালফ নিউজ,  আল আরাবিয়া

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top