তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এজন্য দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম ও লড়াইয়ের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে করে এ আওয়ামী সরকারকে পরাজিত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারবিরোধী গণঅভ্যুত্থান সফল করতে হবে।
বুধবার ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের পুকুরপাড় এলাকায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও ব্যর্থতায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন এখন বিপর্যস্ত। রমজান মাসে মানুষ নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করলেও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নেতারা দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করে জনগণের সঙ্গে মশকরা করছে। দেশে চরম অশান্তি বিরাজ করছে, মানুষ নিরাপদ বোধ করছে না। তাই সকলকে এই সরকারের সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, দেওয়ান সালাউদ্দিন বাবু, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই (পান্নু), সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদল নেতা কাজী মুনিরুজ্জামান পবনসহ কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, আশুলিয়া উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মহিলা দল, মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।