টাঙ্গাইল সদর উপজেলায় এসএসসির টেস্টে ইসলাম ধর্মের পরীক্ষায় হিন্দু ধর্মের প্রশ্নপত্র দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দাবি করে পুনরায় ওই পরীক্ষা নেওয়ার নতুন তারিখ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৩ মার্চ) উপজেলার কাতুলী ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৫ সালে স্থাপিত হয় টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এ উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ১৪০০। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২০০ জন। ৫০০ টাকা বেতনে বিদ্যালয়ের এসএসসি কোচিং শিক্ষার্থী সংখ্যা ১৫০ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, সোমবার (১৩ মার্চ) ছিল তাদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার টেস্ট পরীক্ষা। কিন্তু কেন্দ্রে গিয়ে তারা দেখে পরীক্ষায় হিন্দু ধর্মের প্রশ্নপত্র দেওয়া হয়েছে তাদের। বিষয়টি জানালে পরীক্ষা নেয়া বন্ধ করে কর্তৃপক্ষ। এরপর জানায় পরীক্ষাটি পরে নেওয়া হবে।