বছরে ২০০ মিলিয়ন ডলারে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে সৌদি আরবের ক্লাব আল নাসের।
সৌদি আরবের রাজধানী রিয়াদের ফোর সিজন হোটেল কিংডম টাওয়ারে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ৯৯ তলা সেই ভবনের দ্বিতীয় তলায় ১৭টি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে রোনালদোর পরিবারের জন্য।
পর্তুগিজ তারকা সেখানে এক মাস থাকায় তার ক্লাব আল নাসেরকে ভাড়া গুনতে হচ্ছে ২৫০০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ৩৫০ টাকা)।
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ছবি তুলতে নিষেধ করা হয়েছে হোটেল কর্মীদের। হোটেলটি একটি শপিং মলের মধ্যে অবস্থিত, যেখানে লুই ভিটনের মতো বিলাসবহুল দোকান রয়েছে।
এছাড়াও রয়েছে টেনিস কোর্ট ও স্পা। এই ৫ তারকা হোটেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ভারত, চীন, জাপান এবং মধ্যপ্রাচ্যের কিছু সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়েছে।
রোনালদোর নতুন ক্লাবের নাম আল নাসের, যা আল আলমি নামেও পরিচিত। রোনালদো বলেছেন, আল নাসেরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আগে তিনি বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
ক্লাব সভাপতি মুসালি আলমুম্মার বলেছেন, রোনালদো ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়, তাই তার খরচ ও বেতন সবচেয়ে বেশি হবে এটাই স্বাভাবিক। তিনি যে বেতন পাচ্ছেন তা তার প্রাপ্য।
সূত্র: ডেইলিমেইল