পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই সংখ্যা: নেইমার

ব্রাজিলের ১০ নম্বর জার্সির মালিক এখন নেইমার। একসময় যা ছিল পেলের। পেলের মৃত্যুর পর তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সির বর্তমান মালিক নেইমার।

নেইমার লিখেছেন— ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো একসময় কোথায় জানি এটি পড়েছিলাম। সুন্দর হলেও সেটি ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই— পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সব কিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তার জাদু থেকে গেল। পেলে চিরন্তন।’

দিয়েগো ম্যারাডোনার পর পেলে। এ দুই মহাতারকাকে হারিয়ে ফুটবল যেন অভিভাবকহীন হয়ে গেল। ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ ট্রফি উপহার দিতে অগ্রণী ভূমিকা পালন করা পেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top