নতুন বছরের (২০২৩) শুরুতে ট্রেনের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।যাত্রীদের চলাচলে সুবিধা নিশ্চিত, সূচি বিপর্যয় না হওয়া এবং আয়ও যেন বাড়ে- সেই লক্ষ্যে নতুন সময়সূচি নির্ধারণে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।আগামী জানুয়ারির মধ্যেই নতুন সময়সূচি চূড়ান্ত করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
রেল কর্তৃপক্ষ বলছে, নতুন সূচি নির্ধারণের ক্ষেত্রে তারা যাত্রী সুবিধাসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নিচ্ছে।গভীর রাতে যাত্রীদের ঘরে ফেরার বিড়ম্বনা কমানোর পাশাপাশি একই দিনে একই অঞ্চলের একাধিক ট্রেন যেন বন্ধ না থাকে সেদিকে নজর রাখা হবে।একইসঙ্গে যাত্রীদের সুবিধাজনক সময়ে ট্রেনের সূচি সাজিয়ে কিভাবে আয় বৃদ্ধি করা যায় সেটিও দেখা হচ্ছে।