ওয়েলসের ফুটবল সমর্থকদের একটি সংগঠন টুইট করে জানিয়েছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি, কাতারে আমাদের একজন সমর্থককে হারিয়েছি। দোহায় তার ছেলে ও ওয়েলসে তার পরিবারকে সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি।
ওয়েলসের ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ নোল মুনিও টুইট করে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন- আমাদের এক সমর্থকের মৃত্যুর খবর খুব দঃখের। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। তার পাশে সব সময় ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে।
ফুটবল বিশ্বকাপ দেখতে ওয়েলস থেকে প্রায় ৬ হাজার সমর্থক কাতারে যান। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে ২-০ গোলে হারে গ্যারেথ বেলদের দল। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামবে ওয়েলস।