আজকাল যারা নির্বাচন কমিশনার হন, তাদের ব্যক্তিত্ব নেই’-বঙ্গবীর কাদের সিদ্দিক

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আজকাল যারা নির্বাচন কমিশনার হন, তাদের মেরুদণ্ড নেই। তাদের কোনো ব্যক্তিত্ব নেই। মানুষ হিসেবে একটা যে মর্যাদা থাকে এই কমিশনারদের তাও নেই। তারা এখন ক্যামেরা ব্যবহার করে ঢাকায় বসে ভোট চুরি দেখেন।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সরকারের ‘ভোটের অধিকার হরণের’ প্রতিবাদে এ জনসভার আয়োজন করা হয়।

সভায় দলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু প্রমুখ।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top