মোস্তাফিজকে সুখবর দিল দিল্লি

রেখে দেওয়ার তালিকায় মোস্তাফিজের নাম প্রকাশ করল দলটি। অর্থাৎ আইপিএল-২৩ আসরেও নিশ্চিত দ্য ফিজ। মাঠ মাতাবেন দিল্লির হয়ে।
মোস্তাফিজ ছাড়াও মঙ্গলবারের প্রকাশিত তালিকায় আরও ১৯ জন থেকে গেলেন দিল্লিতে।

তারা হলেন— ভারতের জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত (দিল্লির অধিনায়ক), অসি তারকা ডেভিড ওয়ার্নার, ভারতীয় ব্যাটিং সেনসেশন পৃথ্বি’শ, রিপাল

প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ঢুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অ্যানরিখ নরকিয়া, চেতর সাকারিয়া, কমলেশ নগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদ্বীপ যাদব, প্রাভীন দুবে ও ভিকি অস্টওয়াল।

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।
২০২২ আইপিএলে মোস্তাফিজ ৮ ম্যাচ খেলে ৩০.২৮ গড়ে ৮ উইকেট নিয়েছিলেন। ইকোনোমি ছিল ৭.৬২। সেরা বোলিং ফিগার ছিল ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top