২০২৪ সালে প্রেসিডেন্ট পদে লড়ব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার রাতে ট্রাম্পের এক সহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত নথি জমা দিয়েছেন।

এ সময় ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে বলরুমে জড়ো হওয়া কয়েকশ সমর্থককে অভ্যর্থনা জানিয়েছেন ট্রাম্প। ৭৬ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করতে পারেনি রিপাবলিকান পার্টি। এ জন্য অনেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুষছেন। এর মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তিনি।

মার্কিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করছি।’

তিনি বলেন, আমি বিশ্বাস করি এ জাতি কী হতে পারে তার আসল গৌরব বিশ্ব এখনো দেখেনি।

সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আবার আমেরিকাকে এক নম্বরে আনব।’

এর আগে ট্রাম্পের এক সহযোগী ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

সূত্র: বিবিসি

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top