এই হারটা কিছুতেই হজম করতে পারছেন না উইলিয়ামসন। যে কারণে কোনো রাখঢাক না করে, সরাসরি তিনি বলেও দিলেন, সেমিতে তার দল শৃঙ্খলাবদ্ধ ছিল না। সেরাটা দিতে পারেনি তারা। যে কারণে পাকিস্তানের সামনে তাদের মুখ থুবড়ে পড়তে হয়েছে।
ম্যাচের পর হতাশ উইলিয়ামসন বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক যে আমরা পাকিস্তানকে কঠিন পরীক্ষায় ফেলতে পারিনি। বাবর এবংরিজওয়ান আমাদের চাপে ফেলে দিয়েছিল। ওরা দুর্দান্ত পারফরম্যান্স করে আমাদের ছাপিয়ে গিয়েছে। এই পরাজয় হজম করা আমাদের পক্ষে কঠিন।’
পাকিস্তানের প্রশংসা করতে কার্পণ্য করলেন না কেন উইলিয়ামসন।
কিউই অধিনায়ক বলেন, ‘শুরুতেই আমরা চাপে পড়ে যাই। পাকিস্তান দারুণ বোলিং করেছে। মিচেলের অবিশ্বাস্য ইনিংসে কিছুটা মোমেন্টাম ফিরে পেয়েছিলাম। ম্যাচের অর্ধেক পথে ভেবেছিলাম, লড়াই করার মতো পুঁজি পেয়েছি। উইকেট কিছুটা কঠিন ছিল। খুবই হতাশাজনক ব্যাপার যে শেষ পর্যন্ত পাকিস্তানের কাজটা কঠিন করে তুলতে পারিনি আমরা। তারা অসাধারণ খেলেছে। আমরা দাঁড়াতে পারিনি। পাকিস্তান যোগ্য দল। জয় তাদের প্রাপ্য। পুরো টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেললেও আজ নিজেদের সেরাটা খেলতে পারিনি আমরা। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট।’