সুপার টুয়েলভের লড়াই শেষে আজ শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। যেখানে প্রথম সেমিফাইনালে মুখোমুখি একবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ও গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চাপে রয়েছে নিউজিল্যান্ড। শাহিন শাহ আফ্রিদি ফিন অ্যালেনকে ফেরানোর পর রানআউট হয়ে ফিরেছেন ডেভন কনওয়ে।
শেষ খরব পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান।
পাকিস্তান ম্যাচে জয় পেলে তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে। অন্যদিকে নিউজিল্যান্ড জয় পেলে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।