বাংলাদেশ নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখেন বলে বিশ্বাস গিলক্রিস্টের। তবে তাদের ধারাবাহিকতার অভাব রয়েছে বলেও জানান সাবেক এ অজি উইকেটকিপার ব্যাটার।
গিলক্রিস্টের মতে, ‘বাংলাদেশ তাদের দিনে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে। সেই সামর্থ্য আছে। কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে। দুর্ভাগ্যও ছিল দলটার। কারণ বৃষ্টির বাধায় পড়তে হয়েছিল। ভারতের বিপক্ষে বৃষ্টি বাগড়া না বাধালে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। সব মিলিয়ে একেবারে খারাপ করেনি বাংলাদেশ।’
রোববার বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে পাকিস্তানের লেগস্পিনার শাদাব খানের বলে এলবিডব্লিউ আউট হন সাকিব। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে সাকিব সঙ্গে সঙ্গে রিভিউ নেন। থার্ড আম্পায়ারও সাকিবকে আউট দেন। আর থার্ড আম্পায়ারের সেই সিদ্ধান্ত নিয়ে চলছে বিতর্ক।
কারণ রিপ্লেতে দেখা যায়, বল যখন সাকিবের ব্যাটের পাশে, তখন স্নিকোমিটারে কম্পন দেখা যাচ্ছে। সেই সময় ব্যাট মাটিতেও লাগেনি। তাও তৃতীয় আম্পায়ার সাকিবকে আ