আপনি দেশের মালিক নন, সেবক- প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী!

কৃষকশ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর কথা বলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক হয়নি। কারণ কারও উপকার করে তা বলতে হয় না। কথাটি আপনার বাবা শুনলে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) রাগ করতেন, কষ্ট পেতেন।’

গত সংসদ নির্বাচনে পুলিশের করা মামলায় কারাবরণ করা কৃষকশ্রমিক জনতা লীগের ৬২ জন নেতাকর্মীকে শনিবার (৫ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের সখিপুরে দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে বাধা দেওয়া ও গাড়ি বন্ধ করা ঠিক হয়নি। গাড়ি চালু থাকলে যে লোক হতো, গাড়ি বন্ধ করায় পায়ে হেঁটে সমাবেশে তার চেয়ে বেশি মানুষ হয়েছে। তাই এসব করে পার পাওয়া যায় না। আপনি (প্রধানমন্ত্রী) দেশের মালিক নন, সেবক।’তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচন কোনও নির্বাচনই হয়নি। সবাই বলে সেটা ছিল, ভোট চুরির নির্বাচন। আমার মেয়ে যদি নির্বাচিত হতো তাহলে আমরাও হতাম ভোট চোরের দল। ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তারাও চুরির ভোটে নির্বাচিত। ঐক্যফ্রন্টে গিয়েছিলাম ড. কামালকে ভালো নেতা মনে করে। কিন্তু তিনি ভালো নেতা নন, ভালো মানুষ।’

কৃষক-শ্রমিক জনতা লীগের সখিপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল সবুর খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কৃষকশ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী বেগম নাসরিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলো, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল প্রমুখ।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top