১৩ বছর পর টাঙ্গাইল বিএনপির সম্মেলন আজ!

দীর্ঘ ১৩ বছর পর এবার ভোটের মাধ্যমে নির্বাচিত হবে টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃত্ব। সেই প্রস্তুতি বাস্তবায়নে এরই মধ্যে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।মঙ্গলবার (১ নভেম্বর) জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন বাস্তবায়নে জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিপনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এছাড়া কমিশনের অপর দুই সদস্য হলেন- আইনজীবী মোয়াজ্জেম হোসেন ও জহিরুল ইসলাম।

জানা যায়, ২০০৯ সালে টাঙ্গাইল জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে সভাপতি হয়েছিলেন আহমেদ আযম খান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন শামছুল আলম তোফা। এরপর কয়েক দফায় কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়। গত বছরের (৪ নভেম্বর) আহমেদ আযম খানকে আহ্বায়ক এবং মাহমুদুল হক সানুকে সদস্য সচিব করে জেলা বিএনপির ৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

তবে এই কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে দুটি ধারার সৃষ্টি হয়। নানা কারণে আবার চলতি বছরের ৩ আগস্ট পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। সেখানে আগের কমিটির আহ্বায়ক আহমেদ আযম খানকে পুনরায় আহ্বায়ক করা হয়। কিন্তু আগের কমিটির সদস্য সচিবসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা কমিটি থেকে বাদ পড়েন। এ নিয়ে আবারও বিরোধ শুরু হয়। আহমেদ আযম খান বিরোধীরা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর নেতৃত্বে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করতে থাকেন।আসন্ন সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খান গ্রুপের সভাপতি প্রার্থী হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। অপরদিকে, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু গ্রুপের সভাপতি প্রার্থী আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু এবং সাধারণ সম্পাদক পদে আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদল হক সানু বলেন, এতদিন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে তারা আন্দোলন করেছেন। পরে দলের শীর্ষ নেতারা বর্তমান আহ্বায়ক কমিটির সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালনের নির্দেশনা দেন। তাই আমরা সম্মেলন ও নির্বাচনে অংশ নিচ্ছি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন বলেন, ১ নভেম্বর টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর-টাকুরপাড়া ঈদগাহ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সম্মেলন করার বিষয়ে প্রশাসনের মৌখিক অনুমোদন পাওয়া গেছে। জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খানের সভাপতিত্বে সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ও গণতান্ত্রিক পন্থায় ভোটের মাধ্যমে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।এ বিষয়ে সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম রিপন জানান, সভাপতি পদে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, আহ্বায়ক কমিটির সদস্য আলী ইমাম তপন ও যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির কমিটির নেতারা ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটার রয়েছেন ২ হাজার ৩২৩ জন।নির্বাচন কমিশনার আরও বলেন, তিনজন সভাপতি প্রার্থী ও দুইজন সাধারণ সম্পাদক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top