ডিএমপির নতুন কমিশনারের দায়িত্ব নিলেন টাঙ্গাইলের কৃতি সন্তান!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া খন্দকার গোলাম ফারুক দায়িত্ব গ্রহণ করেছেন ।

গত রোববার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর আজ শনিবার বিকেলে দায়িত্ব গ্রহণ করেন তিনি।এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিদায় নেন।

উল্লেখ্য, ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন খন্দকার গোলাম ফারুক। পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে।

ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে পুলিশের এ কর্মকর্তা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে কর্মরত ছিলেন।এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top