এক ডজনেরও বেশি ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। পুলিশের হেফাজতে ইরানের প্রতিবাদী নারী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চলমান বিক্ষোভ দেশটির সরকার কঠোরভাবে দমন করায় এ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার এসব কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। খবর এএফপির।