টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের অন্যতম ফেভারিট দল পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বাধীন দলকে শেষ বলে ১ রানে হারিয়ে তাদের রাতের ঘুম হারাম করে দিল জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ১ রানে হেরে বিশ্বকাপ থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গেছে পাকিস্তান।
নিজেদের পরের তিন ম্যাচে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও পাকিস্তানকে সেমিফাইনালে যেতে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন বলেন, এই জয় আমাদের জন্য খুবই স্পেশাল। আমরা ব্যাটিংয়ে পর মনে করেছিলাম ২০-২৫ রান কম করেছি। রান কম করলেও আমাদের পেস বোলাররা দারুণ বোলিং করেছে। আমাদের সমর্থন করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আমরা যেখানেই যাই সেখানেই আপনারা আমাদের সাপোর্ট করেন এজন্য আপনাদের বিশেষ ধন্যবাদ।