২২ ঘণ্টা পর সারাদেশে নৌ চলাচল শুরু

  • প্রলয়ঙ্কারি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ায় সারাদেশে নৌযান চলাচল শুরু হয়েছে। প্রায় ২২ ঘণ্টা বন্ধ রাখার পর মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

সিত্রাং এগিয়ে আসায় সোমবার দুপুরে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল বিআইডব্লিউটিএ।

সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ায় সারা দেশে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার। তিনি বলেন, আবহাওয়ার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় এগিয়ে আসায় সোমবার সকালে দেশের সমুদ্রবন্দরগুলোতে বিপদ সংকেত জারির পাশাপাশি উপকূলীয় নদীবন্দরগুলোতে ৩ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়। সে কারণে শুরুতে উপকূলীয় জেলাগুলোতে এবং পরে বেলা ১২টা থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

ভারি বর্ষণ আর জলোচ্ছ্বাস সঙ্গী করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। মধ্যরাত নাগাদ ভোলার কাছ দিয়ে এ ঝড় পুরোপুরি স্থলভাগে উঠে আসে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে হতে স্থল নিম্নচাপে পরিণত হয়। ঘূর্ণিঝড়ে সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। বহু গাছপালা পড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top