১৫ বছর পর জিতল বাংলাদেশ, তবে…

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলার মতো দল গড়তে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ দলের  ব্যাটিংয়ের অবস্থা নড়েবড়ে। এই ব্যাটিং লাইনআপ নিয়ে এশিয়ার উঠতি দল আফগানিস্তানের সঙ্গে জয় পাওয়াও মুশকিল

তারপরও স্বস্তির পরশ বাংলাদেশ দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

সোমবার আইসিসির সহযোগি সদস্য দল নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে ১৪৪ রান করেও ৯ রানের জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্বে ১৫ বছর পর ফের জয় পেয়েছে টাইগাররা।

২০০৭ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকেই অংশ নিয়ে আসছে বাংলাদেশ।  উদ্বোধনী আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা।

  • এরপর গত ছয় বিশ্বকাপে শুধু বাছাই পর্বের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top