চার উইকেট হারিয়ে বিপদে ভারত

পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে ১৬০ রানের টার্গেট তাড়ায় শুরুতেই বিপদে ভারত। স্কোর বোর্ডে ৩১ রান জমা করতেই সাজঘরে ফেরেন প্রথমসারির  ৪ ব্যাটসম্যান।

৬.১ ওভারে সাজঘরে ফেরেন দুই ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা। আউট হন তিনে ব্যাটিংয়ে নামা ভারতের সাম্প্রতিক সময়ে সেরা ফর্মে থাকা সুরাইয়া কুমার যাদব ও অক্ষর প্যাটেল।

১০ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ মাত্র ৪৫/৪ রান। দলকে কাঙ্ক্ষিত জয় উপহার দিতে লড়াই করে যাচ্ছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ভারত দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এবার সেই হারের প্রতিশোধ নিতে বন্ধপরিকর রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে ১৫ রানে দুই ওপেনারের উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে সমর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫১* ও ৫২ রান করে করেন শান মাসুদ ও ইফতেখার আহমেদ।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top