সাবেক সিইসি-কমিশনারদের নিয়ে বৈঠকে ইসি

    1. বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

      রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

    2. বৈঠকে সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ, কেএম নূরুল হুদা, কাজী রকিবউদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, মো. শাহনেওয়াজ, সাবেক ইসি সচিব মোহাম্মদ সাদিক, মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নিয়েছেন।সিইসির সভাপতিত্বে এ বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও মো. আলমগীর উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনার আহসান হাবিব দেশের বাইরে আছেন।

      প্রসঙ্গত, গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন ছিল ১২ অক্টোবর। সে নির্বাচনে ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ব্যাপক অনিয়ম ধরা পড়ে। এমন বাস্তবতায় মাঝপথে ভোট বন্ধ করে দেয় ইসি।

      ওই নির্বাচন নিয়ে সাবেক কমিশনারদের মতামত নিতে চায় নতুন কমিশন।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top