টাঙ্গাইলের মির্জাপুরে বসতের থেকে আনোয়ারা বেগম (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার আগানা ইউনিয়নের হাঁটুভাঙ্গা বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।আনোয়ারা বেগম ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মোড়াসের আলীর স্ত্রী। তারা উপজেলার আগানা ইউনিয়নের হাঁটুভাঙ্গা বাজার এলাকার একটি বাড়িতে সাত বছরের ছেলে আশিককে নিয়ে থাকেন। গৃহবধূর স্বামী পলাতক।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘরের বাইরে থেকে দরজায় শিকল আটকানো ছিল। ভেতরে বাচ্চার কান্নার শব্দ শুনে বাড়ির মালিকের স্ত্রী দরজার শিকল খুলেন। ভেতর গিয়ে ওই গৃহবধূর নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে গলাটিপি হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।