টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। সভায় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান (সোহেল হাজারী), মির্জাপুরের সংসদ সদস্য খান আহম্মেদ শুভ, টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ। সভায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকটে জোয়াহেরুল ইসলাম এমপি।