টাঙ্গাইলের গোপালপুরে স্থগিত হওয়া হেমনগর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনিছুর রহমান তালুকদার হীরা এবং ঝাওয়াইল ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) রাতে রিটার্নিং অফিসার নাজমা সুলতানা এ দুই ইউনিয়নের নির্বাচনের ফল ঘোষণা করেন।তিনি জানান, হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান তালুকদার হীরা ৬ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী মাসুদ খান নাছির টেবিল ফ্যান প্রতীকে পান ৫ হাজার ১৯৯ ভোট।
এছাড়া ঝাওয়াইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান তালুকদার আনারস প্রতীকে ৮ হাজার ৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আয়শা আক্তার শিখা পান ৭ হাজার ৯০৬ ভোট।সীমানা সংক্রান্ত জটিলতা মামলার কারণে উপজেলার এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ছিল।