গণভোটের মাধ্যমে সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একিভূত করা ইউক্রেনের খেরসনের দক্ষিণাঞ্চলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তুমুল লড়াই চলছে।
গত ১ অক্টোরব থেকে ৬ অক্টোরব পর্যন্ত ইউক্রেনের সেনাবাহিনী খেরসনের ২৯টি আবাসিক এলাকা রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করেছে। খবর আনাদোলুর।
ইউক্রনের কর্মকর্তরা শুক্রবার জানিয়েছেন, খেরসনের দক্ষিণাঞ্চলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন তুমুল লড়াই চলছে।
কিয়েভের দাবি, ১ অক্টোবর থেকে খেরসনের ৪০০ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন।
দুই দেশের মধ্যে এখন সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র খেরসনের দক্ষিণাঞ্চল। উভয় দেশের সেনাবাহিনী এখানে পরস্পরকে লক্ষ্য করে গুলি, কামানের গোলা ও রকেট ছুড়ছে।
সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালাচ্ছে। কামানের গোলা আর রকেট হামলায় ঘরবাড়ি ধ্বংস হচ্ছে।