টি-টোয়েন্টিতে ৭৭ বলে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড!

ক্যারিয়ারের শুরুতেই নিজেকে অলরাউন্ডার হিসেবে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার রাহকিম কর্নওয়াল।

দলটির নিয়মিত অফ স্পিনার তিনি। তবে ব্যাট চালাতেও জানেন দীর্ঘদেহী এ ক্রিকেটার, তার প্রমাণ দিয়েছেন বহুবার। বড় ছক্কা মারার সামর্থ্য থাকায় টি-টোয়েন্টিতে তাকে পিঞ্চ হিটার হিসেবে ব্যবহার করা হয়।

তাই বলে টি-টোয়েন্টির মতো খুদে ফরম্যাটে ডাবল সেঞ্চুরি!

যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে এমনই অবিশ্বাস্য ইনিংস খেলেছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।

ম্যাচে ২২ বাউন্ডারি আর ১৭ ছক্কায় ৭৭ বলে অপরাজিত ২০৫ রানের ইনিংস খেলেছেন কর্নওয়াল।

তার এই অতিমানবীয় ইনিংসে ভর করে স্কয়ার ড্রাইভের বিপক্ষে সহজ জয় পেয়েছে আটালান্টা ফায়ার।

দলীয় জয়ের সঙ্গে দুর্দান্ত এক বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন কর্নওয়াল। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি পেলেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।

তার আগে এ বিশ্বরেকর্ডের একমাত্র মালিক ছিলেন ভারতের ব্যাটার সুবোধ ভাটি।  চলতি বছরই দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ৭৯ বলে অপরাজিত ২০৫ রান করেন সুবোধ।

যুক্তরাষ্ট্রের দ্য মাইনর লিগ ক্রিকেটও কর্নওয়ালের ইনিংসটি নিয়ে টুইট করেছে। কর্নওয়ালের ব্যাটিংয়ের কিছু মুহূর্তের ভিডিও দিয়ে তারা লিখেছে, ‘আপনারা কি বিনোদন পেয়েছেন?’

সম্প্রতি রাহকিম কর্নওয়ালের ব্যাট থেকে রান আসছে।  সদ্য সমাপ্ত ক্যারিবীয় টি-টোয়েন্টি লিগ সিপিএলে তো বারবাডোজ রয়্যালসের হয়ে ওপেনিংয়ে নামতে দেখা গেছে তাকে।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top