মর্ত্যালোক থেকে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা

দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ (বুধবার) শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

আজ ঢাকের বাদ্য, খোল-করতাল ও গান বাজিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা।

গত ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়। আজ দশমী তিথিতে প্রতিমা বিসর্জন দিয়ে এই উৎসব শেষ হচ্ছে।

হিন্দু শাস্ত্রমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার গজে (হাতি) চড়ে কৈলাশ থেকে বাপের বাড়ি মর্ত্যালোকে আসেন। ৫ দিনের পূজার আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের মধ্য দিয়ে তিনি আবার স্বামীর বাড়ি কৈলাশে ফিরে যাবেন নৌকায় চড়ে।

সারা দেশে এ বছর ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হয়। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ২৪১টি, যা গত বছরের থেকে ৬টি বেশি।

দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঢাকেশ্বরী মন্দির মেলা প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top