সুমাত্রায় ৫.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এতে অন্তত একজন নিহত ও ৯ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির আবহাওয়া ও জিওফিজিক্স সংস্থা বিএমকেজি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ভূমিকম্প কয়েকটি শহরে অনুভূত হয় এবং লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে।

ভূমিকম্পের কারণে কোনো সুনামির শতর্কতা জারি করা হয়নি। তবে পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছে।

পৃথিবীর ভূত্বকের বেশ কয়েকটি পৃথক প্লেট মিলিত হয়েছে এমন একটি কম্পনাপ্রবণ এলাকায় (প্যাসিফিক রিং অব ফায়ার) ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।

দেশটির সুমাত্রা দ্বীপের পাশঘেঁষে যাওয়া ভূতাত্ত্বিক চ্যুতি অত্যন্ত সক্রিয় ও বিপজ্জনক। এখানে ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ইন্দোনেশিয়া, শ্রীলংকা, ভারত, থাইল্যান্ডসহ আরও ৯ দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top