ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে জয়ের পথে নেতৃত্ব দেবেন তিনি।
বুধবার রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিউম সফরে তিনি এই অঙ্গীকারের কথা জানান। খবর রয়টার্সের।
ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণে এই মাসে রাশিয়ার সেনাবাহিনী বেশ বিপর্যস্ত হয়েছে। খারকিভের গুরুত্বপূর্ণ ইজিউম শহর থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া।
বুধবার অঘোষিত সফরে ইজিউম সফর করেন জেলেনস্কি। বর্তমান রণক্ষেত্র থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে এই শহরের অবস্থান। শহর মুক্ত করায় সেনাদের তিনি ধন্যবাদ জানান।
জেলেনস্কি বলেন, আমাদের নীল-হলুদ পতাকা পুনরুদ্ধারকৃত ইজিউমে ইতোমধ্যে উড়ছে। সব ইউক্রেনীয় শহর ও গ্রামে এমনটি উড়বে।
তিনি বলেন, আমরা এক দিকেই এগিয়ে যাচ্ছি– আর তা হলো সামনে এগোনো এবং জয়।
রণক্ষেত্রে ইউক্রেনের সাফল্যের দাবি স্বতন্ত্রভাবে রয়টার্সের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।
জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ইউক্রেনীয় সেনারা এখন রাশিয়ার দখলকৃত লিম্যান শহর পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেছেন, লিম্যানে এখন আক্রমণ চলছে।
তবে স্বঘোষিত ও রাশিয়া সমর্থিত দোনেৎস্ক পিপল’স রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, মস্কোর প্রতি অনুগত সেনারা সফলভাবে ইউক্রেনেীয় সেনাদের লিম্যানে প্রবেশ ঠেকিয়ে দিয়েছে। শত্রুদের কোনো কিছু কাজে আসেনি।