শ্রীলংকার সঙ্গে ম্যাচটা না জেতার কারণ ছিল না: পাপন

সুপার ফোরের ওঠার আশা নিয়ে এশিয়া কাপে গিয়ে ভরাডুবি হয় বাংলাদেশের। মাত্র দুই ম্যাচে হেরেই টুর্নামেন্টকে সবার আগে বিদায় জানায় সাকিব বাহিনী।

গ্রুপপর্বে শ্রীলংকার বিপক্ষে জয়ের একটা আশা জাগিয়েছিল বাংলাদেশ।  কিন্তু শেষ হাসি ফুটে দাসুন শানাকাদের মুখে।

সেই শ্রীলংকা রোববার ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ৬ষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলেছে।

ম্যাচটি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির পাশে বসেই উপভোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাভাপতি নাজমুল হাসান পাপন।  ম্যাচের ফাঁকে ফাঁকে টিভি ক্যামেরায় দেখা গেছে তাদের।

ম্যাচ শেষে শ্রীলংকা বিপক্ষে বাংলাদেশের সেই পরাজয়ের ম্যাচের প্রসঙ্গ টানলেন বিসিবি সভাপতি।  তার মতে, শ্রীলংকার সঙ্গে ম্যাচটা না জেতার কারণ ছিল না। ছোট ছোট ভুলের কারণে এশিয়া কাপে ভালো করতে পারেনি বাংলাদেশ।

ফাইনাল শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের পাপন বলেন, ‘বাংলাদেশ দল ভালো। শ্রীলংকার সঙ্গে ম্যাচটা না জেতার কারণ ছিল না। আমরা যদি সেই ম্যাচটা জিততাম তাহলে আমাদেরও সেই সুযোগটা (ফাইনাল খেলা) আসতে পারত। বলা তো যায় না। কিন্তু মাঠে কীভাবে পারফর্ম করে ক্রিকেটাররা, সেটার ওপর নির্ভর করে।’

শ্রীলংকা  সুযোগের সদ্ব্যবহার করেছে মন্তব্য করে পাপন বলেন, ‘ক্রিকেট হচ্ছে সুযোগের সদ্ব্যবহারের খেলা। শ্রীলংকা সেটা করতে পেরেছে। যেমন, ভারত একটা ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। পাকিস্তান আজকে ক্যাচ মিস করেছে। আমরাও ক্যাচ মিস করেছি।’

ছোট ভুল করেই বাংলাদেশ দল এশিয়া কাপে ব্যর্থ হয়েছে বলে জানালেন পাপন। বললেন, ‘ছোট ছোট ভুলগুলো আমরা যতদিন পর্যন্ত ঠিক করতে না পারব, ততদিন পর্যন্ত এরকম এ অবস্থা থাকবে। আমার ধারণা আমাদের যে দল আছে আমার দৃঢ় বিশ্বাস অনেক ভালো দল। এখন রেজাল্ট (বিশ্বকাপে) কী হবে জানি না কিন্তু আমরা ভালো দল।’

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top