ফাইনালে পাকিস্তান ও শ্রীলংকার সম্ভাব্য একাদশ

ফাইনালের আগেই সুপার ফোরের শ্রীলংকার কাছে হেরে ব্যাকফুটে পাকিস্তান। শুক্রবারের ম্যাচে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা।

দুবাইয়ে নিছক নিয়মরক্ষার ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১২১ রানের অলআউট হয়ে যায় বাবর আজমের দল।

ফাইনালের আগে ব্যাটারদের রান না পাওয়া দুশ্চিন্তায় ফেলেছে অধিনায়ক বাবর আজমকে। এর আগের ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হারতে বসেছিল পাকিস্তান।  শেষ ওভারে পেসার নাসিম শাহের দুই ছক্কায় রক্ষা পায় তারা। নিশ্চিত করে ফাইনাল।

এবার ফাইনালেও ব্যাটিংয়ে ভরাডুবি হলে শিরোপা হাতছাড়া হবে শ্রীলংকার কাছে।  সেই লক্ষ্যে পূর্ণ ব্যাটিং শক্তি নিয়েই নামবে পাকিস্তান।

আফগানিস্তান ম্যাচে ব্যাটিং করার সময় হালকা ইনজুরিতে পড়েন স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। তাকে বিশ্রামে দিয়ে নেওয়া হয় উসমান কাদিরকে। ফাইনালে শাদাব ফিরছেন নিশ্চিত।  আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক নাসিম শাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল।  তার বদলে নেওয়া হয় হাসান আলিকে।

উসমান কাদির ১ উইকেট পেলেও হাসান আলি ছিলেন উইকেট শূন্য।

তাই হাসান আলির বদলে দলকে ফাইনালে ওঠানোর নায়ক নাসিম শাহ নিশ্চিত থাকছেন রোববারের ম্যাচে।

এদিকে শুক্রবারের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনে শ্রীলংকাও। চারিথ আসালাঙ্কা এবং আসিথা ফার্নান্দোকে বসিয়ে ধনঞ্জয়া ডি সিলভা এবং তরুণ প্রমোদ মাদুশানকে একাদশে সুযোগ দেয় লঙ্কান টিম ম্যানেজমেন্ট।  টি-টোয়েন্টি অভিষেক ঘটে প্রমোদ মাদুশানের।  দুটি উইকেট শিকার করেছেন তিনি।  তাই ফাইনালে তাকে দেখা যেতে পারে দলে।

রোববার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাপাকসে, দাসুন সাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মধুশঙ্কা।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top