পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে আফগানিস্তান

এশিয়া কাপে সুপার ফোরে ভারতকে হারানোর পর এবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বড় জয়ের পর বাবর আজমের দল এখন দারুণ উজ্জীবিত।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে হেরে বিপাকে পড়েছে আফগানরা। এই ম্যাচটি তাদের জন্য ‘ডু অর ডাই’। জিততেই হবে। ম্যাচটির গুরুত্ব পাকিস্তানের কাছেও কম নয়। জিতলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। বাবররা এ ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চাচ্ছেন।

পাকিস্তানের ভয় আফগান স্পিন-ত্রয়ী। এবারের এশিয়া কাপে স্পিনাররাই দেখাচ্ছেন দাপট। রশিদ খান, মুজিব-উর-রেহমান ও মোহাম্মদ নবী দারুণ ফর্মে রয়েছেন। ছন্দে রয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরাও। তবে এবারের আসরে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে ‘টস’। যে দলই পরে ব্যাটিং করছে তারাই জয় পাচ্ছে। তাই আজ টসের দিকে তাকিয়ে থাকবে দুই দলই।

প্রথম রাউন্ডে শ্রীলংকার বিরুদ্ধে দুরন্ত জয় পেলেও সুপার-ফোরের প্রথম ম্যাচে লংকানদের বিরুদ্ধে হেরে অনেকটা ব্যাকফুটে চলে গেছেন আফগানরা। তাই পাকিস্তানের বিরুদ্ধে এ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামছেন নবীরা।

পাকিস্তানের পুরো দলই সুপার ফর্মে। ব্যাট হাতে প্রতি ম্যাচেই কারিশমা দেখাচ্ছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিন ম্যাচে ৯৬ গড়ে ১৯২ রান করেছেন। টি-২০ ক্রিকেটে যা রীতিমতো ঈর্ষণীয়। মিডল অর্ডার লোয়ার অর্ডার ব্যাটাররাও দারুণ মারমুখী। তবে পাকিস্তানের প্রধান ভরসা হচ্ছে তাদের অধিনায়ক বাবর আজম। ভারতের বিরুদ্ধে জয়ের বড় ভূমিকা ছিল তার সিদ্ধান্তগুলো।

অন্যদিকে আফগানিস্তানও অভিজ্ঞ দল। বেশ ভারসাম্যপূর্ণ। কেবল বোলিং সাইট নয়, তাদের ব্যাটিং লাইনআপও দুর্দান্ত। বেশ কয়েকজন হার্ডহিটার রয়েছে দলে। যে কেউ বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top