বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অনুষ্ঠেয় আসরের জন্য রোববার ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। দলে নতুন মুখ মারুফা।

বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত জানুয়ারিতে কমনওয়েলথ গেমস বাছাইয়ে। সেই দলে জাহানারা ছিলেন না শৃঙ্খলাজনিত কারণে।

ওই টুর্নামেন্টের দল থেকে বাদ পড়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমিন। তাদের জায়গায় এসেছেন মারুফা ও জাহানারা।

ওয়ানডে সংস্করণের গত ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মারুফা। বিকেএসপির হয়ে ১১ ম্যাচে ওভারপ্রতি ৩.২১ রান দিয়ে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি। ওই পারফরম্যান্সে গত জুলাইয়ে জাতীয় দলের ফিটনেস ক্যাম্পের দলে ডাক পান মারুফা। এবার জায়গা পেয়ে গেলেন মূল দলে।

আগামী ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের অপর দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

দুই গ্রুপের দুটি শীর্ষ দল উঠবে ফাইনালে। তারাই যোগ্যতা অর্জন করবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামিমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার ও মারুফা আক্তার।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top