কারও লেজুড়বৃত্তি জাতীয় পার্টির রাজনীতি নয় :-জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতে নয়, দেশের মানুষের ক্ষমতায়নের জন্য আমরা রাজনীতি করছি। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি। শুক্রবার উত্তরার বাসভবনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের আরও বলেন, আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীল পরিবেশে রাজনীতির চর্চা চাই। তিনি বলেন, এখন প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে শত্র“ মনে করা হয়-এটি ঠিক নয়। আমরা সবাই যার যার রাজনীতি করব, কিন্তু সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আবার দেশ

ও দেশের মানুষের স্বার্থে আমরা সব রাজনৈতিক দল যেন এক হয়ে কাজ করতে পারি।

এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, বেগম রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তিনি (রওশন) আমাদের শ্রদ্ধার পাত্র। তিনি আমাদের শ্রদ্ধার আসনেই আছেন। কখনো কখনো তাকে নিয়ে কিছু মহল এমন কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করছেন, যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। কিন্তু এটা ঠিক নয়। জাতীয় পার্টির নেতাকর্মীরা পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। তিনি আরও বলেন, রওশন এরশাদ শারীরিকভাবে অসুস্থ। সংসদে তিনি অংশ নিতে পারছেন না। জাতীয় পার্টির সংসদীয় কমিটির সদস্যরা মনে করছেন-অসুস্থতা ও বয়সের কারণে তিনি বিরোধীদলীয় নেতার ভ‚মিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ১৯৯০ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায় গিয়ে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলীয়করণের অপসংস্কৃতি চালু করেছে। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপির সহিংস রাজনীতি পছন্দ করে না। দেশের মানুষ বিকল্প একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি দেখতে চায়। আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণে কাজ করছি।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top