চ্যাম্পিয়নস লিগ ড্র: একনজরে কোন দল কোন গ্রুপে

চ্যাম্পিয়নস লিগ গ্রুপপর্বের  ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে।

যেখানে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালের গ্রুপে রয়েছে জার্মানির লিপজিগ, স্কটল্যান্ডের সেলটিক ও ইউক্রেনের শাখতার দনেৎস্ক। 

অন্যদিকে  ‘গ্রুপ অব ডেথ’ বা মৃত্যুকূপে ঠাঁই হয়েছে বার্সেলোনার।  বায়ার্ন মিউনিখের গ্রুপে পড়েছে কাতালান দলটি।  এ গ্রুপে আরও আছে ইতালির ইন্টার মিলান ও চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেন। 

এদিকে ম্যানসিটি পেয়েছে স্পেনের সেভিয়া, জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড ও ডেনমার্কের এফসি কোপেনহেগেনকে। 

জুভেন্টাস, বেনফিকা ও ইসরাইলের হাইফাকে পেয়েছে মেসি-এমবাপ্পের পিএসজি। লিভারপুল, আয়াক্স, নাপোলি ও স্কটল্যান্ডের রেঞ্জার্স পড়েছে একই গ্রুপে। 

আরেক গ্রুপে এফসি পোর্তে, আতলেতিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন ও বেলজিয়ামের ক্লাব ব্রুগে। চেলসি ও এসি মিলানের সঙ্গে অস্ট্রিয়ার রেড বুল সালজবুর্গ ও ক্রোয়েশিয়ার দিনামো জাগরেব রয়েছে।  বেয়ার লেভারকুসেন ও ক্লাব ব্রুগে।

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল বার্সেলোনা। ‘মৃত্যুকূপে’ থাকায় একই শঙ্কা জেগেছে এবারও। ড্র অনুষ্ঠানে দেখা যায়নি বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে। 

ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্পোর্টিং ডিরেক্টর জর্দি ক্রুইফ ও ভাইস প্রেসিডেন্ট রাফায়েল ইয়ুস্তে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জর্দি ক্রুইফ বললেন, ‘শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ক্লাবের বিপক্ষে খেলা, এটা কঠিনই হবে। এ মৃত্যুকূপ উপভোগের এবং ভোগান্তির।’

এক নজরে কোন গ্রুপে কারা – 

গ্রুপ-এ : আয়াক্স, লিভারপুল, নাপোলি ও রেঞ্জার্স।

গ্রুপ-বি : এফসি পোর্তো, আতলেতিকো মাদ্রিদ

গ্রুপ-সি : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লজেন।

গ্রুপ-ডি : এইনট্রাখট ফ্র্যাংকফুর্ট, টটেনহাম, স্পোর্তিং ও মার্শেই।

গ্রুপ-ই : এসি মিলান, চেলসি, রেড বুলস সালজবুর্গ ও দিনামো জাগরেব।

গ্রুপ-এফ : রিয়াল মাদ্রিদ, লিপজিগ, শাখতার দনেৎস্ক ও সেলটিক।

গ্রুপ-জি : ম্যানসিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড ও এফসি কোপেনহেগেন।

গ্রুপ-এইচ : পিএসজি, জুভেন্টাস, বেনফিকা ও হাইফা।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top