ইসলামিক সলিডারিটি গেমসে সাঁতারের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের মাহমুদুন্নবী নাহিদ। হেরেছেন কুস্তিগীর হালিমা আক্তার।
শনিবার তুরস্কের কোনিয়ায় ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৬.২০ সেকেন্ড সময় নিয়ে সেমিতে ওঠেন মাহমুদুন্নবী। এটি তার ক্যারিয়ারসেরা টাইমিং। গত বছর বাংলাদেশ গেমসে ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৬.৭১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড
গড়েছিলেন তিনি। ২০১৯ জাতীয় চ্যাম্পিয়নশিপে নিজের ৫৬.৮২ সেকেন্ডের রেকর্ড ভেঙে জাতীয় রেকর্ড গড়লেন তুরস্কে।
এদিকে কুস্তিতে নারীদের ৬৮ কেজি ওজন শ্রেণিতে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের হালিমা আক্তার। প্রথম ম্যাচে মাত্র দেড় মিনিট লড়ে কিরগিজ প্রতিপক্ষের কাছে ১০-০ পয়েন্টে, দ্বিতীয় ম্যাচে দুই মিনিট লড়াই করে ১০-০ পয়েন্টে এবং শেষ ম্যাচে স্বাগতিক তুরস্কের কুস্তিগীরের কাছে এক মিনিটেরও কম সময়ে হেরে বিদায় নেন হালিমা।