এবার টাংগাইল গোপালপুর উপজেলার আওতাধীন হেমনগর ও ঝাওয়াইল দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২০ জন!
ইতিমধ্যে গোপালপুর উপজেলার হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২০ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোপালপুর নির্বাচন অফিসারের কার্যালয় মাধ্যমে জানা গিয়েছে যারা মনোনয়নপত্র জমা দিলেন-
হেমনগর ইউনিয়ন-
১। ছানোয়ার হোসেন
২। এসএস আমিনূর রহমান
৩। মোঃ আইয়ুব খান
৪। মিজানুর রহমান খান
৫। মোঃ গোলাম রোজ তালুকদার
৬। মোঃ জাহাঙ্গীর আলম খাঁন
৭। মোঃ জসিম উদ্দিন
৮। মোঃ আল আমিন
৯। মোঃ মাসুদ খান নাসির
১০। মীর মোঃ হাবিবুর রহমান
১১। আনিছুর রহমান তালুকদার হিরা
(আওয়ামী লীগ মনোনীত)
১২। মোহাম্মদ জুলফিকার আলী
১৩। বিপ্লব
ঝাওয়াইল ইউনিয়ন
০১। খন্দকার কামাল হোসেন
০২। রফিকুল ইসলাম তালুকদার
০৩। মোহাম্মদ নজরুল ইসলাম
০৪। মোঃ জাকির হোসেন প্রিন্স
০৫। মিজানুর রহমান তালুকদার
০৬। আয়শা আকতার শিখা
(আওয়ামী লীগ মনোনীত)
০৭। মোঃ মাসুদুজ্জামান
এ নিয়ে পত্র নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ প্রসঙ্গে হেমনগর ইউনিয়নের বাসিন্দা ও ভোটার সেলিম আকন্দ জানান,নির্বাচন আসলে কিছু প্রার্থীর প্রচারণা শুরু হয়,বিশেষত সারা বছর তাদের কাউকে কোন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি বা অনুষ্ঠানে দেখা না গেলেও নির্বাচন আসলে তাদের কার্যক্রম চোখে পড়ার মতো।
ঝাওয়াইল ইউনিয়নের ভেংগুলা বাজারের চা ব্যবসায়ী ও ভোটার আবুল হাসান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপলক্ষ্য তৈরী হওয়ায় এলাকার ভোটারদের মধ্যে উৎসাহের আমেজ তৈরি হয়েছে। উপলক্ষে আমাদের চা বেচা বিক্রিও বেড়ে গিয়েছে। তবে এখনকার ভোটাররা সচেতন হওয়ায় যোগ্য প্রার্থী দেখেই তারা ভোট দিবে!