ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরছেন মানুষ। রবিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। মহাসড়কের এই পথটুকু যেতে বাড়তি সময় লাগছে।তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশের ট্রফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন আমার টাঙ্গাইল কে বলেন, ঈদের ছুটি শেষে মানুষ কর্মক্ষেত্রে ফিরছেন। যে কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যানবাহনের চাপ অনেক বেশি। তবে কোথাও যানজট বা গাড়ির দীর্ঘলাইন তৈরি হয়নি। আমরা মহাসড়কে কাজ করে যাচ্ছি। মানুষ নির্বিঘ্নে কর্মক্ষেত্রে ফিরতে পারছে।