বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট-এর আয়োজনে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’-এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও টাঙ্গাইল জেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠান উদযাপিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, অধ্যাপক রেজাউল করিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু প্রতিভা সংগঠনের সভাপতি নিপু সিদ্দিকী, দৈনিক বাংলা ৭১’এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোঃ সিরাজ আল মাসুদ। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক বীরপুত্র জিয়াদ সিদ্দিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ঢাকা বিভাগীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাদেকুল ইসলাম, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি তুহিন সিদ্দিকী, ডাঃ এসকেএম শুয়াইবুর রহমান, সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারণ সম্পাদক হাজী আরাফাত রহমান, খন্দকার সজিব রহমান, শাহরিয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তাপস, রুমেল আহমেদ, অর্থ-সম্পাদক শাহ আলম লিটু, তথ্য সম্পাদক মাহমুদ ফয়সাল রনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, সমাজকল্যাণ সম্পাদক শরীফ খান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল আলীম, সদস্য সচিব রিফাত খান, যুগ্ম-আহ্বায়ক হাসনা হেনা, বাসাইল উপজেলা শাখার আহ্বায়ক শামীমা খান সীমা, টাঙ্গাইল শহর শাখার আহ্বায়ক কে এম মঞ্জুরুল ইসলাম রনি, যুগ্মআহ্বায়ক কাজী নুসরাত ইয়াসমিন, সদস্য-সচিব তানিয়া চৌধুরী, সদস্য শিউলি খান সনি, ইমরুল সরকার, মোঃ জাহিদুল হক বুলবুল, মোঃ মোস্তাফিজুর রহমান বাবু, তাহমিদ হাসান ইরাজ, শারমিন সিদ্দিকীসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরবর্তী প্রজন্মের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক মোঃ ইমদাদুল হক।