কৃষক শ্রমিক জনতা লীগের সহযোগী সংগঠন যুব আন্দোলনের সখীপুর পৌর কমিটির আহ্বায়ক মামুন তালুকদারের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের মিলপাড় এলাকার একটি ব্রয়লার মুরগির খামার থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই ওয়ার্ডের ঈমান আলী তালুকদারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত দশটায় মুরগিকে খাবার দিতে মামুন তালুকদার তার ব্রয়লার মুরগির খামারে যায়।রাতে সে আর বাসায় ফিরে যায়নি। রাতে বাসায় ফিরে না যাওয়ায় শনিবার সকালে তার বাবা ঈমান আলী তালুকদার খামারে গিয়ে মেঝেতে মামুনের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সখীপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান আমার টাঙ্গাইলকে বলেন,থানায় অপমৃত্যু মামলা হয়েছ।ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।