টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে নাজমা আক্তার (২৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন¡বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে মধুপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।নিহত নাজমা কুড়াগাছা ইউনিয়নের ধরাটী কোনাবাড়ী এলাকার মোস্তফা আলীর স্ত্রী।
মধুপুর থানার পরিদর্শক(তদন্ত) মুরাদ হোসেন আমার টাঙ্গাইলকে জানান, পারিবারিক কলহের জেরে নাজমা আক্তার বিষপানে আত্মহত্যার করেছেন। তদন্ত সাপেক্ষে আসল তথ্য বের হয়ে আসবে।
সন্ধ্যায় লাশ উদ্ধার করে আনার পর একটি ইউডি মামলা করা হয়। লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।