চাঁপাইনবাবগঞ্জে বদিউজ্জামান বদি নামে এক ব্যক্তিকে হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার রাতে টাঙ্গাইল জেলার মধুপুর বোয়ালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।শনিবার দুপুরে র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। এ নিয়ে বদি হত্যাকাণ্ডে মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব।গ্রেপ্তার দুইজন হলেন জেলার শাহজাহানপুর ইউনিয়নের চর শেফালীপুর রাবনপাড়া এলাকার মজিবুর বাবু এবং একই এলাকার জাইদুল ইসলাম।
র্যাব অধিনায়ক রুহ-ফি-তাহমিন তৌকির জানান, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গত ৪ ডিসেম্বর সকালে বদি ও তার পরিবারের উপর হঠাৎ দেশীয় অস্ত্রসহ হামলা চালায় মজিবুর রহমান শেখের লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যায় বদিউজ্জামান বদি। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে বদির পরিবার।
এদিকে মামলার পর থেকেই পালিয়ে যায় আসামিরা। গত শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যসহ তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার মধুপুর বোয়ালী এলাকা থেকে আসামি বাবু ও জাইদুলকে গ্রেপ্তার করা হয়।
এ হত্যাকাণ্ডে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব।