করোনা আক্রান্ত রোগীর বাড়ি গিয়ে অক্সিজেন সরবরাহে টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব!

ফোন পাওয়া মাত্রই নিজে সরাসরি মেডিকেল সামগ্রী নিয়ে ছুটে চলে যান রোগীর বাড়ি। দিয়ে আসেন করোনা আক্রান্ত রোগীর অক্সিজেন সাপোর্ট সহ মেডিকেল ইকুইপমেন্ট। বিনামূল্যে জেলা বিএনপি’র উদ্যোগে এই মহৎ কাজটি বেশ কিছুদিন যাবৎ করে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব সানোয়ার হোসেন সানু। গতবছর করোনা কালীন সময় থেকেই তিনি এককভাবে জেলা বিএনপি’র উদ্যোগে বিভিন্ন সময় টাঙ্গাইল জেলা বিএনপি’র উদ্যোগে এবং সর্বশেষ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপি’র মেডিকেল হেল্প সেন্টার এর উদ্যোগে ত্রাণ সামগ্রী ও মেডিকেল ইকুইপমেন্ট জনসাধারণের পৌঁছে দেবার জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগের আলোকে তিনি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব হয়েও নিজে সরাসরি করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সাপোর্ট সহ মেডিকেল ইকুইপমেন্ট । এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব সানোয়ার হোসেন সানু আমার টাঙ্গাইল কে জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় টাঙ্গাইল -৫ আসনের নির্বাচনী অভিভাবক সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে সাধারণ মানুষের ‌সেবক হিসাবে এই মহৎ কাজটি আমি নিজে করতে পেরে ভাগ্যবান মনে করছি, এই ভাবেই আজীবন এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই দল-মত নির্বিশেষে যে কোন ব্যক্তি কিংবা যে কোন পরিবার করোনায় আক্রান্ত হলে তাদের যেকোনো সহায়তার প্রয়োজন এ আমাকে কল করা মাত্রই আমি এক ঘন্টার মধ্যে তাদের বাড়ি পৌঁছে যাব এটাই আমার অঙ্গীকার। সে আলোকে প্রতিদিনকার মত করোটিয়ার কুমুল্লি নিবাসী সূর্য বেগমকে অক্সিজেন সরবরাহ করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে- সানোয়ার হোসেন সানু মজলুম জননেতা মাওলানা ভাসানী এর মেয়ের জামাই।

Share this post

PinIt
submit to reddit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top