টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভকে সমর্থন করে নৌকাকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে নৌকার প্রার্থী খান আহমেদ শুভ ছাড়াও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেষ চন্দ্র পুলক, পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা শহীদুর রহমান, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন মনি, সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ফজলুর রহমান, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মুক্তিযোদ্ধা আম্বার আলী, শাজাহান সিরাজ, আলাউদ্দিন আল আজাদ, শাজাহান মাস্টার, উপজেলা যুবলীগের আহবায়ক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক শামীম আল মামুন, প্রয়াত সাংসদ একাব্বর হোসেনের ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ বক্তৃতা করেন।